বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং।
Advertisement
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টেলিফোনে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
ফোনালাপে উভয় কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
আরও পড়ুন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকরফোনালাপের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্প্রতি মার্কিন সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সর্ববৃহৎ দাতা দেশ। ২০১৭ সাল থেকে দেশটি প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে।
Advertisement
এছাড়া যুক্তরাষ্ট্র গত জুলাই মাসের গণআন্দোলনের নারী ছাত্রনেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এমইউ/এমএএইচ/