প্রবাস

যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলমান জনগোষ্ঠীর বসবাসরত শহরগুলোর মসজিদে বাংলাদেশি আমেরিকানদের পরিচালিত প্রায় ২৫টি মসজিদ এবং অন্যান্য কমিউনিটির প্রায় শতাধিক মসজিদে ৩০ মার্চ (রোববার) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। কয়েকটি মসজিদে নারীদেরকেও ঈদের নামাজ আদায় করতে দেখা যায়।

চাঁদ দেখা নিয়ে কয়েকটি মসজিদ কমিটি দীর্ঘসূত্রতা করলেও রাত প্রায় ৩টায় ঈদের নামাজ আদায়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলে একই দিনে সবগুলো মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

মসজিদে ঈদের নামাজ-ছবি জাগো নিউজ

Advertisement

এবারের ঈদে মিশিগানের বাংলাদেশি আমেরিকান মুসলিমদের মাঝে একই দিনে ঈদ হওয়ায় বাড়তি আনন্দের মাত্রা যোগ হয়। চাঁদ রাতকে ঘিরে নারীরা মেহেদি উৎসবের আয়োজন করেন।

ডিট্রয়েট সিটির বায়তুল মোকাররম ও আল ফালাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমেদ কাশেম ও মাওলানা আব্দুল লতিফ আজম এবং আল ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কুতুবুজ্জামান তফাদার ঈদের জামাত পরিচালনা করেন।

ঈদের নামাজের খুতবা-ছবি জাগো নিউজ

ডিট্রয়েট, হ্যামট্রামেক, ওয়ারেন সিটির বায়তুল মোকাররম, আল ফালাহ, আল ইহসান, আল ইসলাহ, মসজিদ দারুল কোরআান, ইসলামিক সেন্টার অব ওয়ারেন, মসজিদুন বুর দারুল উলুম ডেট্রয়েটসহ অধিকাংশ মসজিদে একের অধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement

নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশবাসীর মঙ্গল কামানায় দোয়া করা হয়। নামাজ শেষে সৌহার্দ্য বৃদ্ধিতে মুসুল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।

এসএইচএস/এমএস