জাতীয়

যাত্রীদের ভোগান্তি কমাতে গাবতলী বাস টার্মিনালে ভোক্তার অভিযান

যাত্রীদের ভোগান্তি কমাতে গাবতলী বাস টার্মিনালে ভোক্তার অভিযান

ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে টিকিটের অতিরিক্ত মূল্য ঠেকাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

শনিবার (২৯মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুল জব্বার মন্ডরের নেতৃত্বে অভিযানটি শুরু হয়।

অভিযানকালে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রুটের সুমন ডিলাক্স (এসডি) পরিবহনের একটি গাড়ির দুই কাউন্টার থেকে এক আসন দুইবার বিক্রির কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

Advertisement

কেআর/এমআইএইচএস/এমএস