আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া শহরের রাজীব নগরে দলীয় কার্যালয়ে সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

এদিকে, ঘটনা কেন্দ্র করে ওই এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।

জানা গেছে, নিহত যুবকের নাম এনায়েতুল্লাহ খান ওরফে রেহান খান (৩৫)। তার মাথায় গুলি চিহ্ন পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার সকালে রাজীব নগরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সামনে এনায়েতুল্লাহকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পরে পুলিশের বড় একটি দল এসে রেহানের মরদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রেহানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এনায়েতুল্লাহর মা বলেন, আমার ছেলে কুল্লু মানালিতে ঘুরতে গিয়েছিল। ১০ দিন পর সে বাড়ি ফিরেছে। তারপরই এই ঘটনা ঘটলো। সকালে সবাই আমাকে ডেকে বললো- কাকিমা, রেহান পার্টি অফিসের সামনে পড়ে রয়েছে। আমি গিয়ে দেখি, আমার ছেলে মাটিতে লুটিয়ে আছে। রক্তে ভেসে গেছে মাথার নিচের অংশ।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার অনুপম সিংহ জানিয়েছেন, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে পরিবারের লোকেদের সঙ্গে কথা হয় এনায়েতুল্লাহর। আর বুধবার ভোর ৫টার দিকে তার মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন।

রেহানের সঙ্গে আরও কয়েকজন সঙ্গী ছিলেন। রাতে হয়তো এখানে বসেই তারা ‘নেশা’ করছিলেন। ঘটনাস্থরে একটি মদের বোতলও পাওয়া গেছে। প্রাথমিকভাবে তদন্ত করে যা দেখা যাচ্ছে, ঘটনাটি এই খানেই ঘটেছে। তার মাথায় একটা গুলি লেগেছে। ব্যবসায়িক কারণ না রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিডি/এসএএইচ

Advertisement