পবিত্র ঈদুল ফিতরের ছুটি পরিবারের সঙ্গে কাটানোর পরিবর্তে চুয়াডাঙ্গার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দিলেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনি। তার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
Advertisement
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় (ভিজে স্কুল) প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। নির্ধারিত সময় সন্ধ্যা পর্যন্ত থাকলেও রোগীর চাপ বেশি থাকায় কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ক্যাম্পে অর্থোপেডিক, মেডিসিন, চর্ম, শিশু, গাইনি ও অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন।
এই মহতী উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র সাংবাদিক ফাইজার চৌধুরীসহ ডা. জনির শতাধিক বন্ধু ও সহকর্মী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিনামূল্যে ওষুধ সরবরাহসহ নানা ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ডা. আলমগীর হোসেন জনি বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। ঈদের ছুটিতে আমরা অহেতুক সময় নষ্ট না করে মানবতার কল্যাণে কাজ করতে চাই। আমার বন্ধুদের সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে আমরা এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। এবার সপ্তমবারের মতো আয়োজন করলাম।
Advertisement
তিনি আরও বলেন, গ্রামগঞ্জে অনেক গরিব ও অসহায় রোগী আছেন, যারা অর্থের অভাবে সঠিক চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ট্রমা বা আঘাতজনিত সমস্যা, হাঁটুর জটিলতা, ঘাড় ও কোমর ব্যথা, বাতের সমস্যা, হাড় ক্ষয়জনিত জটিলতা এবং অন্যান্য অর্থোপেডিক সমস্যায় ভোগা রোগীদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। শুধু চিকিৎসা নয়, প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশনও ফ্রি দেওয়া হয়েছে। এমনকি কিছু রোগীকে ওষুধ কেনার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
মেডিকেল ক্যাম্পে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডা. জনি ও তার দলের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার সাধারণ মানুষও এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক পরিসরে চালু রাখার আহ্বান জানান।
হুসাইন মালিক/এফএ/জেআইএম
Advertisement