জাতীয়

মৌসুমের শুরুতেই দেশে তীব্র তাপপ্রবাহ

মৌসুমের শুরুতেই দেশে তীব্র তাপপ্রবাহ

চলতি বছর ইতোমধ্যে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের অনেক জেলায় এই তাপপ্রবাহ ছড়িয়ে গরম বেড়ে গেছে। শুক্রবার (২৮ মার্চ) হঠাৎ করে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ ডিগ্রির ঘরে। যা তীব্র তাপপ্রবাহ (হিটওয়েভ) হিসেবে বিবেচিত।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, আজ যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এটি তীব্র তাপপ্রবাহ।

আরও পড়ুন

দেশের এক বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনাবান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো

তিনি বলেন, এবার শীতের মৌসুমেও তাপমাত্রার ঊর্ধ্বগতি ছিল। তাই এবার অনেক আগেই তীব্র তাপপ্রবাহ চলে এসেছে। এপ্রিল মাসেও একাধিক মাঝারি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে যশোরে তাপমাত্রা কাল একটু কমতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা বাড়বে। এসময় বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার রাতে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ যশোর, সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরএএস/এএমএ/এএসএম

Advertisement