জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।
Advertisement
সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাবো।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সেক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।’
Advertisement
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির এই নেতা শহীদ আজাদ সরকারের কবর জিয়ারত করেন।
গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে মামলা করা হয়।
শরীফুল ইসলাম/এসআর
Advertisement