খেলাধুলা

কলকাতাকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় মুম্বাইয়ের

অবশেষে দুর্দান্তভাবেই কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর আজ সোমবার দারুণভাবে ঘুরে দাঁড়ালো রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দল। এ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) রীতিমত উড়িয়ে দিলো তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিলো চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই।

Advertisement

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অর্ধেক কাজ করে দিয়েছেন মুম্বাইয়ের বোলাররাই। অশ্বিনী কুমার ও দিপক চাহারের বোলিং তোপে ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় কলকাতা। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ৪৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক মুম্বাই।

মুম্বাইয়ের দুর্দান্ত জয়ে বড় অবদান রায়ান রিকেলটনের। ৪১ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ২৮ বছর বয়সী তারকা। ৯ বলে ২৭ রানের ইনিংস খেলে তাকে সহায়তা করেন সূর্যকুমার যাদব। উইল জ্যাকস ১৬, রোহিত করেন ১৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। অশ্বিনী কুমার, হার্দিক পান্ডিয়া, দিপক চাহারের তোপের মুখে দ্রুত সাজঘরের পথ ধরেন কলকাতার টপঅর্ডার কুইন্টন ডি কক, সুনিল নারিন, আজিঙ্কা রাহানে, অ্যাংক্রিশ রঘুবংশী ও ভেঙ্কতেশ আইয়ার।

Advertisement

ষষ্ঠ উইকেটে ২১ বলে ২৬ রানের জুটি করেন মনিশ পান্ডে ও রিংকু সিং, যা কলকাতার এ ইনিংসের সর্বোচ্চ জুটি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর রঘুবংশীর, ১৬ বলে ২৬ রান।

রমণদ্বীপ সিং ১২ বলে ২২, পান্ডে ১৪ বলে ১৯ ও রিংকু সিং ১৪ বলে ১৭ রান করেন।

মুম্বাইয়ের হয়ে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বিনী কুমার। ২ উইকেট নেন দিপক চাহার। কলকাতার হয়ে ২ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দ্বিতীয়বার হারলো কলকাতা।

Advertisement

এমএইচ/এমআরএম