ক্যাম্পাস

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে বেরোবি সাংবাদিক সমিতি

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে বেরোবি সাংবাদিক সমিতি

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া প্রাঙ্গণে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বেরোবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের চেহারায় আনন্দ ফুটে উঠে। নতুন জামা পেয়ে শিশু উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

এসময় রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ক্যাম্পাসে সবাই যখন বাড়ি চলে গেছে, তখনও সাংবাদিকরা ক্যাম্পাসে থেকে পথশিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছে। তারা নিজেদের উপার্জন বা সামর্থ্যের মাধ্যমে অন্যের পাশে দাঁড়িয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Advertisement

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, সাংবাদিক সমিতি ছিন্নমূল মানুষের মাঝে ঈদসামগ্রী ও ছোট্ট বাচ্চাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। তারা যে আদর্শ এ বিশ্ববিদ্যালয়ের মাটিতে তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও সাংবাদিক সমিতি এরকম দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির কথা তুলে ধরবে। আমরা তাদের এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানাই।

ফারহান সাদিক সাজু/এমএন/এএসএম