দেশজুড়ে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদরে সালমা (২৭) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বরাটের হাউলি জয়পুরে ওই গৃহবধুর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

সালমা ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদের স্ত্রী। দুই সন্তান নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন।

সালমার চাচাতো ভাই রাকিব জানান, সালমার স্বামী সৌদি আরব থাকেন ও তিনি বাড়িতে ছোট দুটি ছেলে-মেয়ে থাকতেন। হঠাৎ সকালে সবার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন ঘরের মধ্যে সালমার মরদেহ পড়ে আছে। রাতে কে বা কারা সালামাকে মেরে রেখে গেছে।

তিনি আরও বলেন, সালমার কোনো শত্রু ছিল না। সে খুব ভাল ছিল ও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতো। তার শরীরের বিভিন্নস্থানে দাগ দেখেছেন। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন ও ঘরে থাকা প্রায় এক লক্ষ নগদ টাকা পাওয়া যাচ্ছে না।

Advertisement

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার গলায় ওড়না পেচানোর চিহ্ন পাওয়া গেছে।

রুবেলুর রহমান/এমএন/এমএস