ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ৮ নম্বর গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জোসনা বেগম ওই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার।
জোসনা বেগমের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১০টার দিকে গরুর খাবার রান্নার জন্য চালের খুঁত নিতে মাচাতে রাখা হাঁড়িতে হাত দেন জোসনা বেগম। এসময় হাঁড়িতে থাকা সাপ তাকে কামড় দেয়। তবে প্রথমে কামড় বুঝতে পারেননি তিনি। কিছুক্ষণ পর শরীর নিস্তেজ হতে থাকলে সাপে কাটা দাগ দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম