মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে ফেনীর সামাজিক সংগঠন এ আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন রিফাত।
Advertisement
সোমবার (২৫ মার্চ) বিখ্যাত আল-আজহার উদ্যোগে এ আর ফাউন্ডেশন আয়োজিত ইফতারের আগে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন রিফাত।
ইফতারে অংশগ্রহণ করা অতিথিদের রমজানের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবার কাছে তার মা-বাবা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন তিনি।
ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা অসংখ্য শিক্ষার্থীর সাথে ইফতার মাহফিলে যোগ দেয় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কয়েকটি সংগঠনের নেতা।
Advertisement
এ সময় মিশরে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন ‘ইত্তেহাদ’ এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম আজহারী তার বক্তব্যে বলেন, আমরা সুদূর বাংলাদেশ থেকে আসছি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য, আল-আজহার বিশ্ববিদ্যালয় কে কাবাতুল ইলম বলা হয়, এটা হচ্ছে ইলমের সমুদ্র, আমরা সবাই যেন এই সমুদ্র থেকে ইলম অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করেন এবং সবাই আমজাদ হোসেন রিফাত ভাইয়ের মতো মানবিক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন এ-আর ফাউন্ডেশনকে কেয়ামত পর্যন্ত অটল রাখেন।
এরপর বক্তব্য দেন, মিশরের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি সৈয়দ হাসান মাসুদ আজহারী। তিনি বলেন, প্রথমেই আমজাদ হোসেন রিফাত ভাইকে অভিনন্দন এমন একটি সুন্দন আয়োজন মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে উপহার দেওয়ার জন্য।
ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন ‘ইত্তেহাদ’ এর বর্তমান অর্থ সম্পাদক আমিন রেজা তার বক্তব্যে বলেন, ইতিহাসের হাজারো বছরের প্রাচীন সভ্যতার দেশ মিশরে আজকে এ-আর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক আনন্দিত, সাথে সাথে স্নেহের আমজাদ হোসেন রিফাত ভাইকেও অসংখ্য মোবারকবাদ যে, এখানেও প্রায় শতাধিক ছাত্র ভাইদের একত্রিত করেছেন তিনি। আমাদের এই সিয়াম সাধনা এবং এ-আর ফাউন্ডেশন ও আমজাদ হোসেন রিফাত ভাই এর উদ্দেশ্য আল্লাহ পাক কবুল করুন।
এমআরএম/জিকেএস
Advertisement