প্রবাস

রোমের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন

রোমের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন

মুসলিমদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) আনন্দ উদ্দীপনায় রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে দিনটিকে উদযাপন করা হয়েছে।

Advertisement

প্রতি বছরের মতো এবারো রোমসহ আশপাশের এলাকায় ঈদের নামাজের একাধিক জামাত হয়। সকালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙা দেয়াল পার্কে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। সর্বশেষ জামাত স্থানীয় সময় সাড়ে ১০টায় শেষ হলে প্রবাসীরা যে, যার মতো গন্তব্যে চলে যায়।

টিএমসি মুসলিম সেন্টার, এমএমসি কমিউনিটি সেন্টার, মসজিদে কুবা, তরপিনাত্তারা জামে মসজিদের আয়োজনে পরপর পাঁচটি জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম নাগরিকরা নামাজ আদায় করেন।

এতে এমএমসি কমিউনিটি সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি ঈদের নামাজে ইমামতি করেন। এছাড়াও পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেসতে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। রোববার ঈদ হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।

Advertisement

এদিকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এটিএম রকিবুল হক রোমের সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

হাসি খুশির মধ্য দিয়ে ইতালিতে ঈদুল ফিতর উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিটি জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থানগুলোতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর ফলে প্রবাসী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনে যেমন আনন্দ তেমন উৎফুল্লতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এর কারণ রোববার সরকারি ছুটির দিন ছিল। সেন্তেশেল্লেসহ রোমের অন্যান্য স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শান্তি কামনায় ইতালি, বাংলাদেশ, ফিলিস্তিনিসহ সমস্ত মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।

এমআরএম

Advertisement