অসন্তোষ থাকা পোশাক কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের দেওয়া টাকা আটকে রেখেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক। টাকা পরিশোধ না করলে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন ধরে নিয়ে প্রিমিয়ারের এমডিকে শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
Advertisement
বৃহস্পতিবার (২৭ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের দেওয়া টাকা টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের কর্মীদের না দিয়ে প্রিমিয়ার ব্যাংক তাদের ঋণ সমন্বয় করছে বলে জানিয়েছেন সাখাওয়াত হোসেন। বেতন-ভাতার দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন এই কারখানার শ্রমিকরা।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উদ্দেশ্য উপদেষ্টা বলেন, ‘এই টাকাটা আপনাকে ছাড় করতে হবে। আপনি যদি টাকা ছাড় না করেন, আপনি এর দায়দায়িত্ব নেবেন। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন।’
Advertisement
তিনি বলেন, ‘ওনাদের এখন লোন অ্যাডজাস্টের কোনো সুযোগ নেই। এই টাকাটা আমরা সরকারিভাবে বের করে দিয়েছি। টাকা লোন দিয়েছেন তখন মনে ছিল না, এই টাকা শ্রমিকদের টাকা। শ্রমিকদের কাছেই টাকা দেবেন, যদি টাকা না দেন আপনিও আছেন আমিও আছি। যদি বেঁচে থাকি ব্যাংক, শাখা, ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক যদি টাকাটা না দেয় তবে আমি ধরে নেব তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন। সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সেটার জন্য যা করার আমি করব। আমি যে কথা বলি, এতদিন আপনারা দেখেছেন সেটা আমি করি। প্লিজ টাকাটা দিন আমাদের উত্ত্যক্ত করবেন না। এটা সরকারের টাকা, আপনারা সরকারের বিরুদ্ধে দাঁড়াবেন না।’
আরএমএম/এমআরএম/জেআইএম
Advertisement