জাতীয়

রামু-ঘুমধুম রেল প্রকল্পের ব্যয় বাড়লো

রামু-ঘুমধুম রেল প্রকল্পের ব্যয় বাড়লো

চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ব্যয় ৪১ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৯০৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পূর্ত কাজের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যয় বাড়লো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের একটি প্যাকেজের লট-২ এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে সিসিইসসি এবং ম্যাক্স । প্রকল্পের চুক্তিমূল্য ছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৭০ টাকা। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে বাস্তবতার আলোকে নির্মাণ কাজের কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪১ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৯০৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

Advertisement

বৈঠকে, ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয়ে প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পের আওতায় কনসালটেন্সি সার্ভিসেস ফর ডিজাইন, সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাজের পরামর্শক সেবা ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে সাতটি প্রতিষ্ঠানই প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে ইপটিসা সার্ভিসিওস ডি ইনজেনিরিয়া, স্পেন; অ্যাকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েশন; ডেভকন লি. বাংলাদেশ এবং ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ড লি. বাংলাদেশ পরামর্শক হিসেবে নিয়োগের সুপারিশ করে। কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৩৩৩ টাকা।

বৈঠকে ‘ডেভেলপমেন্ট অব এ প্যাসেঞ্জার টার্মিনাল উইথ এক্সচেঞ্জ অ্যান্ড নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কস অ্যাট চাঁদপুর-এর পূর্তকাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য তমা কনস্ট্রাকশনের সঙ্গে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫৬৫ টাকা চুক্তি হয়।

Advertisement

চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় মাঠ পর্যায়ে কাজের বাস্তবতার আলোকে টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ১৯৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

এমএএস/এমএএইচ/জিকেএস