দেশজুড়ে

নতুন বাংলাদেশে মানুষ স্বস্তিতে ঈদ করবে: সারজিস আলম

নতুন বাংলাদেশে মানুষ স্বস্তিতে ঈদ করবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষ স্বস্তি ও শান্তির ঈদ করবে। একই সঙ্গে আওয়ামী লীগের ন্যারেটিভ ও মডিফাইড কালচারে যেসব রাজনৈতিক দল মামলা হামলার ভয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারত না। তারা প্রথমবারের মতো ১৬ বছর পর স্বস্তির সঙ্গে শান্তির ঈদ করবে পরিবারের সাথে।

Advertisement

রোববার (৩০ মার্চ) জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড়ের আয়োজনে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়েছিল। নতুন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ ফিরিয়ে আনা। তাহলে আমরা আমাদের আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বিশ্বাস করি সেই সূচনা জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য দলগুলোর সহযোগিতায় পঞ্চগড় জেলা থেকে শুরু হবে।

এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জাগপা প্রতিনিধি সামছুজ্জামান নয়ন বক্তব্য দেন।

Advertisement

সফিকুল আলম/এমআরএম