সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল চুরির অভিযোগে হেলাল উদ্দিন নামের এক ইউপি সচিবকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ২ নম্বর বাঙ্গালা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ডিজিএফের ৮০০ কেজি চাল উদ্ধার করা হয়। হেলাল উদ্দিন ওই ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত।
বুধবার (২৬ মার্চ) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাল চুরির মামলায় মঙ্গলবার (২৫ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Advertisement
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে ভিজিএফ স্লিপের মাধ্যমে দুই হাজার ৪৮৩ জন সুফলভোগীদের মাঝে চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু ওই তালিকা অনুযায়ী ২২৩ জনকে চাল দেওয়া হয়নি। পরিষদের সচিব জানান চাল শেষ হয়ে গেছে। পরে তালিকায় থাকা দুঃস্থরা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। তারা দুটি কক্ষ থেকে প্লাস্টিকের সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাল পান। পরে দেখা যায় বিতরণ না করা দুই হাজার ২০০ কেজি চালের মধ্যে ৮০০ কেজি উদ্ধার হলেও ইউপি সচিব আগেই এক হাজার ৪০০ কেজি চাল সরিয়ে ফেলেছেন।
বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল বলেন, ২২৩ জন দুঃস্থদের চাল সচিব আত্মসাৎ করেছিলেন। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সহায়তায় ৮০০ কেজি চাল উদ্ধার করা হলেও এক হাজার ৪০০ কেজি চাল বিক্রি করেছেন। পরে এ ঘটনায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এম এ মালেক/এমএন/এমএস
Advertisement