দেশজুড়ে

খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত বেশ কয়েকজন

খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত বেশ কয়েকজন

খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু গ্রুপের বেশ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী।

Advertisement

শনিবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙা থানাধীন বানরগাতী আরামবাগ এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, আব্দুর রহমানের বাড়িতে একদল সন্ত্রাসীর গোপন বৈঠকের খবর পেয়ে কেএমপি ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে যৌথ বাহিনীর সদস্যরা নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টাগুলি চালান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আহত অবস্থায় ১১ জনকে আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ ও নৌবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।

Advertisement

আরও পড়ুন আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী ফাঁকা ঢাকায় অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম যান চলাচল নিশ্চিত ও টিকিট কালোবাজারি রোধে সেনাবাহিনীর বিশেষ টহল  

সূত্র আরও জানায়, আটকদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী শেখ পলাশ (৩৩), মো. আরিফুল (২৭), রুবেল ইসলাম (৩৫) ওরফে কালা লাভলু, ফজলে রাব্বি রাজন (২৬), মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), ইমরানুজ্জামান (৩৩), ইমরান (৩৫), রিপন (৩৮), সৈকত রহমান (২৭), মো. মহিদুল ইসলাম (৩৫), মো. গোলাম রব্বানী (২৬)। অভিযানের সময় পিস্তল, শটগান, কাটা রাইফেল, চায়নিজ কুড়াল, চাপাতি, শটগানের গুলি এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে আস্তানা ঘেরাও করা হয় এবং যৌথ বাহিনীকে সংবাদ দেওয়া হয়। যৌথ বাহিনী এসে ঘেরাও করলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই-তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরিফুর রহমান/ইএ 

Advertisement