জাতীয়

আমিরাতের ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে, আশা ড. ইউনূসের

আমিরাতের ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে, আশা ড. ইউনূসের

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তারা বিগত সরকারের সময় ভিসা বন্ধ করে দিয়েছে। আবার সে দেশের ভিসার দরজা খোলার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে ভিসার দরজা উন্মুক্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন দেশটির নীতি-নির্ধারকরা।

আরও পড়ুন

Advertisement

অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে: ড. ইউনূসড. ইউনূসের চীন সফরে ফোকাস থাকবে বিনিয়োগকারীদের বাংলাদেশে আনা

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সফরকালে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছেন। শিল্পাঞ্চলে দুইটি কাজ দিয়ে তারা শুরু করবেন। এজন্য কথাবার্তা শুরু হয়েছে।

ডা. ইউনূস আরও জানান, এছাড়া ইউএই প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাতকরণ কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনার জন্যও আগ্রহ প্রকাশ করেছে।

এমইউ/এএমএ/এমএস

Advertisement