কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে ইনিংস বড় করতে পারলো না রাজস্থান রয়্যালস। ৯ উইকেটে ১৫১ রানেই আটকে গেলো তাদের ইনিংস। অর্থাৎ জিততে হলে কলকাতাকে করতে হবে ১৫২।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাজস্থান। সঞ্জু স্যামসন ১১ বলে ১৩ করে সাজঘরে ফিরলেও পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান তুলে তারা।
জশস্বী জয়সওয়াল আর রিয়ান পরাগ মেরে খেলছিলেন। কিন্তু টানা দুই ওভারে দুজন ফিরলে চাপে পড়ে রাজস্থান। রিয়ান ১৫ বলে ২৫ আর জয়সওয়াল ২৪ বলে করেন ২৯ রান।
এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪ বলে ৪) আর নিতিশ রানা (৯ বলে ৮) সুবিধা করতে না পারলে ১১ ওভারে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজস্থান।
Advertisement
হাল ধরার চেষ্টা করেন ধ্রুব জুরেল। কিন্তু তার ২৮ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। আট নম্বরে নেমে সিমরন হেটমায়ারও ৮ বলে ৭ করে ফিরে যান। ফলে পুঁজিটা বড় হয়নি রাজস্থানের।
কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি আর বরুন চক্রবর্তী।
এমএমআর/জেডএইচ/
Advertisement