চলতি বছরের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে টেসলার বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। মঙ্গলবার (২৫ মার্চ) অটো শিল্পের পরিসংখ্যানে এম চিত্র পাওয়া গেছে। মূলত মাস্কের রাজনীতি ও পুরনো মডেলগুলো গ্রাহকদের বিমুখ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
Advertisement
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন টেসলার নিবন্ধন ৪৯ শতাংশ কমে ১৯ হাজার ৪৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ বিক্রি কমেছে প্রায় অর্ধেক।
ইইউতে মোট বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ লাখ ৫৫ হাজার ৪৮৯টি হওয়া সত্ত্বেও টেসলার বিক্রিতে এমন পতন দেখা গেলো।
টেসলার পুরোনো মডেলগুলো নতুন চীনা ও ইউরোপীয় গাড়িগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
Advertisement
তাছাড়া ব্র্যান্ডের ভাবমূর্তিও ইউরোপে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মাস্ক জার্মানিতে একটি অতি-ডানপন্থি দলকে সমর্থন করেছেন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি টেসলার ডিলারশিপ নষ্ট হয়েছে ও গত মাসে কোম্পানির শেয়ারের দাম কমেছে।
সম্প্রতি ইউরোপের বৃহত্তম গাড়ির বাজার জার্মানিতে টেসলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বছরের শুরু থেকে কমপক্ষে আটটি গাড়িতে আগুন লাগানো হয়েছে দেশটিতে।
গ্লোবাল কনসালটেন্সি রোল্যান্ড বার্জারের বিশ্লেষক ম্যাথিউ নোয়েল বলেছে, অনেক মানুষ মাস্কের মতামতের সঙ্গে একমত নন।
Advertisement
তিনি আরও বলেন, তবে এটি ব্র্যান্ডটির ওপর প্রকৃত প্রভাব নাকি অস্থায়ী কোনো বিষয় তা এই পর্যায়ে বলা কঠিন।
সূত্র: এএফপি
এমএসএম