পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ঝিনাইদহে ২২৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নিজস্ব অর্থায়নে এ উপহার দেন।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় হরিণাকুণ্ডুর প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে ৮২ জন নারীর মাঝে মেশিন বিতরণ করা হয়। এর আগে সোমবার জেলা শহরের ফজর আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৪৪ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি ও যুগ্ম-সম্পাদক এম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, সেলাই মেশিন বিতরণের উদ্দেশ্য হচ্ছে নারীদের স্বাবলম্বী করা। ২৩০ জন নারী সেলাই মেশিন পেলে অন্তত ২৩০টি পরিবারে সচ্ছলতা ফিরবে। সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবায় কাজ করা। আমি আশা করি, এই সেলাই মেশিন ব্যবহার করে অন্তত ২৩০ জন নারী নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন।
Advertisement
শাহজাহান নবীন/এমএন/জিকেএস