তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও, ভিডিও কলে যুক্ত হচ্ছেন। এবার ভিডিও কলে যুক্ত হচ্ছে নতুন ফিচার।

Advertisement

এর ফলে ভিডিও কল রিসিভ করার সময় ব্যবহারকারীদের গোপনীয়তা আরও বাড়বে। এই ফিচারটি জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে ভিডিও কলের সময় ব্যবহারকারীদের আরও বেশি বিকল্প দেবে। লেটেস্ট এই আপগ্রেড কিন্তু গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে চলেছে। বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা ক্যামেরা-ফ্রেন্ডলি নন কিংবা যারা স্মার্টফোনে কলের জবাব দিতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল সংক্রান্ত নোটিফিকেশন না থাকা সত্ত্বেও হ্যান্ডসেটের ফ্রন্ট ক্যামেরা আপনা-আপনিই অন হয়ে যায়। আর ক্যামেরা বন্ধ করে কলটি গ্রহণ করার উপায় নেই। একমাত্র উপলব্ধ উপায় হল, প্রথমে কল গ্রহণ করা এবং তারপর মেন্যু থেকে ক্যামেরাটি বন্ধ করে দেওয়া। কখনো কখনো ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে তখন, যখন তারা তাদের স্মার্টফোনে অযাচিত অথবা অপ্রত্যাশিত ভিডিও কল গ্রহণ করতে চাইছেন না। অ্যান্ড্রয়েড অথরিটি থেকে জানা যাচ্ছে যে, এখন একটি প্রধান ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কল গ্রহণ করার আগেই ক্যামেরা অফ করে দেওয়ার বিকল্পটি পাবেন। অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৫.৭.৩-এর জন্য বিটা অ্যাপের আপডেটে এটি দেখা গিয়েছে।

তবে এই ফিচারটি পুরোপুরি ভাবে এখনো ব্যবহারকারীরা পাচ্ছেন না। পরে পেয়ে যাবেন। এটি সেই অপশন প্রদান করবে, যেখানে বলা হবে যে, ‘টার্ন অফ ইওর ভিডিও’। আর এটি ভেসে উঠবে তখন, যখন ডিভাইসে কোনো ভিডিও কল আসবে। এর ফলে ব্যবহারকারীরা কল ধরার আগেই ফ্রন্ট ক্যামেরা অফ করে দিতে পারবেন। অর্থাৎ ভয়েস-অনলি মোডেও গ্রহণ করা যাবে কল। যখন ক্যামেরা অফ থাকবে, তখন এটাও ভেসে উঠবে যে, ‘অ্যাক্সেপট উইথআউট ভিডিও’। ফলে ভিডিও কলটি ব্যবহারকারী ধরলেও তাকে দেখতে পাবেন না অন্য প্রান্তে থাকা মানুষজন।

Advertisement

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না  নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস