প্রবাস

বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের শিকার না হয়

বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের শিকার না হয়

জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) মালয়েশিয়ার সুবাং জায়ার স্টার কাবাব রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

Advertisement

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের পক্ষে মোহাম্মদ জাফর ফিরোজ।

এছাড়া বক্তব্য দেন কমিটির অন্যান্য সদস্য মো. রুহুল আমিন সরকার, প্রকৌশলী রনি মিনহাজ উল আমিন, প্রকৌশলী মাহফুজ কায়সার অপু, মো. মুশফিকুর রহমান রিয়াজ এবং প্রবাস কণ্ঠের সামি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি সেন্ট্রাল ডায়াসপোরা কমিটির সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিনিধি বশির ইবনে জাফর।

Advertisement

বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক ও নাগরিক শক্তির মধ্যে ঐকমত্য জরুরি। তারা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার, শিক্ষাব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বক্তারা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ যেন আর কখনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের শিকার না হয়, সেজন্য সব নাগরিককে সচেতন থাকতে হবে। সমাপনী বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক।

তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠনের মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং উন্নত বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। নেতারা বলেন, এটি শুধু একটি ইফতার মাহফিল নয় বরং নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার মঞ্চ।

Advertisement

এমআরএম/জেআইএম