জাতীয়

বোয়ালখালীতে দুই লবণ মিলকে জরিমানা

বোয়ালখালীতে দুই লবণ মিলকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রি এবং করিম সল্ট ক্রাসিং অ্যান্ড রিফাইনারি নামে দুই লবণ মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) বোয়ালখালী থানার মিলিটারি পুল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির পরিচালক দীপক তালুকদারকে ১ লাখ ও করিম সল্ট ক্রাসিং অ্যান্ড রিফাইনারির পরিচালক সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম জেলার ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজুমদার জয় অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মিলিটারি পুল এলাকার দুটি লবণ মিলে অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নানান অনিয়মের মাধ্যমে ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করে একাধিক নামে লবণ বাজারজাত করার অভিযোগে দুই লবণ মিলকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এমডিআইএইচ/এমএইচআর/এমএস