বিনোদন

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন বুবলী

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন বুবলী

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের মতো অভিনেত্রী শবনম বুবলীকেও ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি শাকিব।

Advertisement

বুবলী এখন শাকিবের জীবনে অতীত। তবে শাকিবের প্রতি তার ভালোবাসা এখনো কমেনি। তাই তো জন্মদিনের শাকিবকে শুভেচ্ছা জানালেন বুবলী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ মাঝে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি।

শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবিতে প্রথম দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলীকে। এরপর শাকিবের সঙ্গে জুটি হয়ে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব–বুবলী প্রেমের সম্পর্কে জড়ান। একটা সময় তাদের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর বুবলী জানান, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর পর ২০২০ সালের মার্চে পুত্রসন্তানের মা হন তিনি। তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে দুজনের। একপর্যায়ে বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও, নায়িকার দাবি, তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি।

Advertisement

আরও পড়ুন:

দেড়শ হলে ৬ সিনেমার লড়াই বিচ্ছেদে মরে না প্রেম, শাকিবের জন্মদিনে বোঝালেন অপু বিশ্বাস

শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’,‘ সিটি টেরর’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’। এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement