বিবিধ

বাইফার উপদেষ্টা হলেন তাসনোভা মাহবুব সালাম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস-বাইফা’র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তাসনোভা মাহবুব সালাম। তিনি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তাকে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়।

Advertisement

গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য গতবছর বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ এবং বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননা পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কারও পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তিনি।

তাসনোভা মাহবুব সালাম বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাসচিব মরহুম এ কে এম মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা। তিনি একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালামের সহধর্মিনী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন তাসনোভা। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন।

এরপর আইন পড়তে লন্ডন চলে যান তিনি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও মেরিটাইম ল’র উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাস করেন।

Advertisement

আইনে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তাসনোভা। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন তিনি, কাজ করছেন দ্যা ল স্কয়ার নামে একটি ল ফার্মে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড। দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান ও নাচের সেরা শিল্পী-নির্মাতাদের দর্শক ভোট ও জুরি বোর্ডের রায়ে পুরস্কৃত করা হয়ে থাকে। পাশাপাশি আজীবন সম্মাননা পান দেশের একজন কিংবদন্তী শিল্পী।

এলআইএ/এএসএম

Advertisement