দেশজুড়ে

শহীদ কন্যাকে ধর্ষণ, পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ

পটুয়াখালীতে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Advertisement

এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী পৌঁছান তিনি।

নাহিদ ইসলাম তার এই সফরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজ খবর নেবেন। এছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে পটুয়াখালীর দুমকি উপজেলায় গত ১৮ মার্চ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করলেও আরেকজন এখনো পলাতক।

Advertisement

আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম