জাতীয়

সরকারি প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। এছাড়া আরও কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে কি না, এসব শূন্যপদে নিয়োগের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে- এসব ব্যাপারে জনপ্রশাসন সচিবকে খোঁজখবর নিয়ে তাকে অবহিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগ না হওয়ায় বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে সরকারি কার্যক্রমে গতিশীলতা আনতে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

এমইউ/এএমএ

Advertisement