ক্যাম্পাস

জবিস্থ নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে নোবেল-রুপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়'-এর ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

বুধবার (১৮ মার্চ) সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদুল ইসলাম নোবেলকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান রূপককে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি নোবেল ছাত্রকল্যাণ পরিষদকে সুসংগঠিত করে অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কাজ করার কথা বলেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নবীনবরণ, শিক্ষাসফর, ক্যারিয়ারমুখী ওয়ার্কশপ ও বৃত্তি কর্মসূচি চালু করার কথা বলেন।

Advertisement

আরএএস/এমএইচআর/এএসএম