জাতীয়

সিন্ডিকেট ভাঙতে টেন্ডার প্রস্তাবে ১০ শতাংশের বিধান বাতিল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের বিধান বাতিল করেছে সরকার। আগে কাজের মূল্যায়নের জন্য বিদ্যমান ম্যাট্রিক্সের কারণে একই প্রতিষ্ঠান বার বার কাজ পেত। এ পদ্ধতির পরিবর্তে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।

এমআইএইচএস/জেআইএম