কলকাতায় মার্চ মাসের মাঝামাঝিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এতে নাভিশ্বাস পরিস্থিতি হয়ে উঠেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সাধারণ মানুষের।
Advertisement
কলকাতায় এখন দিনের বেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্ৰি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এই প্রচণ্ড গরমের মধ্যেই দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে কলকাতার রাজপথে ট্রাফিক সামলান পুলিশ কর্মীরা।
এমন পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার নগরপাল মনোজ বর্মা ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমিয়ে দিলেন। এছাড়াও গরমের হাত থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের হাতে গ্রীষ্মকালীন সামগ্রী তুলে দিয়েছেন।
কলকাতার পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ছাতা, পানির বোতল, সানগ্লাস, ওআরএস ছাড়াও প্রত্যেক ট্রাফিক গার্ডে একটি করে মাটির পানির কলসি দেন। যাতে সব সময় পানি শীতল থাকে।ফলে কর্মরত অবস্থায় প্রত্যেক ট্রাফিক পুলিশ শীতল পানি পান করতে পারবে। কলকাতার ট্রাফিক পুলিশ দিনে ৮ ঘণ্টা ডিউটি করে। সেই সময় কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।
Advertisement
এই বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেন, এরই মধ্যে কলকাতার তাপমাত্রা দেখা যাচ্ছে দিনের বেলায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতেও এই তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকছে। তার সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি।
মনোজ বর্মা আরও বলেন, যারা রাস্তার ওপর সব সময় দাঁড়িয়ে থাকেন এই প্রচণ্ড গরমে তাদের শারীরিক পরিস্থিতি খারাপ হয়। ফলে তাদেরকে এই গরমে গ্রীষ্ম কলীন সামগ্রী দেওয়া হচ্ছে। একটু রিলিফ পাওয়ার জন্য।
কলকাতার ট্রাফিক পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে ডিউটি সময় ৬ ঘণ্টার বেশি যাতে না হয়। শুধুমাত্র এই গরম কালের জন্যই এই ডিউটির সময়টি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নগরপাল।
কলকাতার ট্রাফিক গার্ডের ওসি সুরজিৎ পাল জানিয়েছেন, সিপি স্যার পুলিশ সদস্যদের মধ্যে এসে গ্রীষ্মকালীন সামগ্রি বিতরণ করায় সবাই খুব খুশি হয়েছেন।
Advertisement
ডিডি/এমএসএম