ক্যাম্পাস

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে মার্চ ফর প্যালেস্টাইন

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে শিশুসহ গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি সংহতি মিছিল বের করেন তারা। মিছিলটি শহীদ সালাম-বরকত হল, চৌরঙ্গী, মেডিকেল এবং ছাত্রী হল সংলগ্ন সড়ক ঘুরে এসে শহীদ মিনারে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ ও গাজাবাসীর জন্য দোয়া মোনাজাত করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জাস্টিস’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদীরা ফিলিস্তিনকে একটি উন্মুক্ত কারাগারে রূপান্তরিত করেছে। সেখানে আমাদের মা-বোন, শিশু এবং বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে। বোমা নিক্ষেপ করে তাদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীর পৃথিবী আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েল এবং তাদের সহায়তাকারী সব সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।

Advertisement

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আলি জাকির শাহরিয়া বলেন, এই ইহুদিরা যুগে যুগে অবাধ্য এবং অভিশপ্ত জাতি। এই জাতি নবী-রাসুল হত্যা করা জাতি, অথচ আজ মুসলিম বিবেক এদের বিরুদ্ধে এক হয় না। মুনাফেক OIC ভেঙে কেবল যারা মুসলিম উম্মার শান্তি রক্ষায় কাজ করবে তাদেরকে নিয়ে নতুন সংগঠন গড়ে তোলা উচিত।

সৈকত ইসলাম/এফএ/এএসএম