রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও পাটোয়ারী ভিলার একটি বাসায় ধ্রুব বড়ুয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় স্যানিটারি মিস্ত্রি।
Advertisement
বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, সবুজবাগ দক্ষিণগাঁও পাটোয়ারী ভিলার দ্বিতীয় তলায় একটি রুমে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Advertisement
এমআরএম/এমএস