গণমাধ্যম

সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Advertisement

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

আরও পড়ুন সংবাদপত্রে ঈদের ছুটি তিনদিন  বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ 

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএইচ/কেএসআর/জিকেএস

Advertisement