দেশজুড়ে

সিলেটে পুলিশের এসআইয়ের ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল

সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুস বাণিজ্যের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাকে বিশ্বনাথ থানা থেকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত এসআইয়ের নাম আলীম উদ্দিন। বর্তমানে তাকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে তার ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার (এফআই আর নং-২০) আসামিদের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামি পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুস নেন। উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. ফয়সল আহমদের কাছ থেকে ঘুসের টাকা নেন ওই পুলিশ কর্মকর্তা।

Advertisement

আরও জানা গেছে, লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তিতে কাজ না হওয়ায় মো. ফয়সল আহমদ ঘুসের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান এসআই আলীম উদ্দিন।

এ ঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবর এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। একই দিনে ঘুস গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষযটি নিশ্চিত করে বলেন, এসআই আলীম উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

Advertisement