দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১০ টন জিরা-কাজু বাদাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে।

Advertisement

বুধবার (১৯ মার্চ) বিকেলে এসব পণ্য আখাউড়ায় পৌঁছেছে।

বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ টন কাজুবাদাম ও পাঁচ টন জিরা ভর্তি ভারতীয় দুই ট্রাক এসে পৌঁছেছে। পণ্য দুটি আমদানি করেছে ঢাকার পড়সি ইমপ্রেস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

Advertisement

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, 'পবিত্র রমজানকে কেন্দ্র করে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে। এর আগেও কাজুবাদাম ও জিরা আখাউড়া বন্দর দিয়ে আমদানি করে প্রতিষ্ঠানটি।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস