মাত্র ৪৩ বছর বয়স হয়েছিল তার। অভিনয় করতে এসে নিজের মেধার বিকাশ ঘটিয়েছিলেন। সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন নাম। কান চলচ্চিত্র উৎসবে দুইবার জিতেছিলেন সেরা অভিনত্রীর পুরস্কার। বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকেন, তিনি আর নেই। বড় অকালেই পরপাড়ে যাত্রা করেছেন এই অভিনেত্রী।
Advertisement
তার পরিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, রবিবার প্যারিসের কাছে একটি হাসপাতালে অ্যাড্রেনোকরটিকাল কার্সিনোমা নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এমিলি। ২০২৩ সালের অক্টোবর মাসে তার এই রোগটি ধরা পড়ে।
এমিলি ডেকেন মাত্র ১৮ বছর বয়সে ‘রোজেটা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এই ছবিতে তিনি একটি অভাবী পরিবারের কিশোরী মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ১৯৯৯ সালের কান চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। তার অভিনীত ‘রোজেটা’ ছবিটি সে বছর কানের সেরা ছবির পুরস্কারও জিতেছিল।
তার পরের সময়গুলোতে তিনি ‘ব্রাদারহুড অফ দ্য উলফ’ (২০০১) এবং ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ (২০০৯) ছবিগুলোতে অভিনয় করেছেন। ২০১২ সালে তিনি ‘আওয়ার চিলড্রেন’ ছবিতে অভিনয় করে আবারও কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। এছাড়া ‘নট মাই টাইপ’ (২০১৪), ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭) এবং ‘ক্লোজ’ (২০২২) ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়।
Advertisement
এমিলির শেষ কাজ ছিল ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘সারভাইভ’।
এমিলি প্রথম বিয়ে করেছিলেন আলেক্সান্দ্রে সাভারেসকে। সেখানে তিনি মিলা নামের এক কন্যা সন্তান জন্ম দেন। আলেক্সান্দ্রের পর তিনি লেখক মিশেল ফেরাচ্চিকে বিয়ে করেছিলেন।
এলআইএ/এমএস
Advertisement