সরকারের পরিকল্পনার গলদে নানান অব্যবস্থাপনায় যাত্রী দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি বলেন, এই দুর্ভোগ এবং দুর্ঘটনার দায় অন্যায়ভাবে পরিবহন মালিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ সরকারের সঠিক পরিকল্পনার গলদে এমন ঘটনা ঘটছে। সড়কে দুর্ঘটনা কমাতে সরকারের সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি। সোমবার (১৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগরজুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সাইফুল আলম বলেন, আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বেশকিছু উদ্যোগ নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর মধ্যে ঈদে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধ অন্যতম। এ অনিয়ম বন্ধে মালিক সমিতি কঠোর হয়েছে। কোনো পরিবহনকে অনিয়ম করতে দেওয়া হবে না।
আরও পড়ুন
ঈদে ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর, বরিশালে বিমানের ১৩ বিশেষ ফ্লাইট
এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
একসঙ্গে বিপুল মানুষের যাতায়াতে গণপরিবহনের তীব্র সংকট মোকাবিলায় এবার ঈদের লম্বা ছুটি সঠিকভাবে কাজে লাগানো গেলে যাত্রীদের ভোগান্তিমুক্ত, স্বস্তিদ্বায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সভায় তিনি ঈদে বাড়তি যাত্রীচাপ ও ফিটনেসবিহীন সিটি বাসে পোশাকশ্রমিকদের যাত্রা বন্ধে কলকারখানা ও পোশাকশ্রমিকদের বেতন-বোনাস ২৪ মার্চের মধ্যে পরিশোধ করে ধাপে ধাপে বাড়ি পাঠানো নিশ্চিত করার দাবি জানান। মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। দেশের এক জেলা থেকে অন্য জেলায় আরও ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষের যাতায়াত হতে পারে, যার ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে যাতায়াত হবে। পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, সড়কে ডাকাতি-ছিনতাই রোধ ও দুর্ঘটনা রোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বক্স দুদু বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। এবারের ঈদযাত্রায় শ্রমিক ফেডারেশন যাত্রী সাধারণের পাশে থাকবে। তাদের যে কোনো অভিযোগ সঙ্গে সঙ্গে আমলে নেবে।
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২২ লঞ্চ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ কঠোর অবস্থানে রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৬৪ জেলায় ভিজিলেন্স টিম তৎপরতা চালাবে। যাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধি ভিজিলেন্স টিমে অন্তর্ভুক্ত করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে সীমিত সামর্থ্য নিয়ে বিআরটিএ প্রাণপণ চেষ্টা চালাবে। যাত্রী সচেতনতা, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব। সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন) মো. শফিকুল ইসলাম বলেন, সড়কে ডাকাতিতে জড়িত ১৪৪৩ জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ৩৯০০ কিলোমিটার জাতীয় মহাসড়কে ৩৪০টি অপারেশন টিম কাজ করছে। ঈদযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ঈদে যাত্রাপথে হাইওয়ে পুলিশের হটলাইন নম্বর সঙ্গে রাখুন। আমাদের কল করার ১৫ মিনিটের মধ্যে সাড়া মিলবে। তিনি ঈদে লাগেজ-ব্যাগেজ নিয়ে বাড়ি যেতে হাইওয়ে পুলিশের সেবা নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
এমএমএ/এমকেআর
Advertisement