অর্থনীতি

পাটের ব্যাগ কম মূল্যে বাজারে আনতে চাই: উপদেষ্টা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটের ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী। সোমবার (১৭ মার্চ) ঢাকা মহানগরস্থ বিভিন্ন বাজারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এটার বিপণনে সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কি আকার, কি দাম হবে- তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আমরা আপনাদের পরামর্শ কাজে লাগাতে চাই।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে এ সভা হয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, আমি চাই পাটব্যাগ আপনারাই উৎপাদন করেন, আপনারাই ব্যবসায়ী হন। পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি আমরা বাস্তবায়ন করছি।

Advertisement

মতবিনিময়কালে বাজারসমূহের প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথা ও কমদামে ব্যাগের চাহিদার কথা জানান। একই সঙ্গে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের মতামত দেন।

এসময় উত্তরা বাড্ডা কাঁচা বাজার সভাপতি আব্দুল হালিম বলেন, বিভিন্ন আকারের ব্যাগের সাপ্লাই (সরবরাহ) দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাট ব্যাগ) পাওয়া সহজ হবে।

সভায় সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাট ব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতি. সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতি. সচিব আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক বিগ্রে. জে. মোহাম্মদ ফয়সল আজাদ প্রমুখ।

Advertisement

এনএইচ/এমআইএইচএস/এমএস