জাতীয়

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১৬ মার্চ) রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুনমোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮ বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো 

তিনি বলেন, গ্রেফতার মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলেন। তিনি গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলেন।

Advertisement

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/কেআর/কেএসআর