জাতীয়

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাক-টিআইবির মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতা নির্মূলের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি।

Advertisement

রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড়ে আয়োজিত মানববন্ধনে সনাক, ইয়েস এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ, সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক, নারীনেত্রী নিলুফার জাহান কুমু, অ্যাডভোকেট তানজিনা জাহান ও টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ জি এম জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা, উদ্ধার করলো পুলিশ বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো 

বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ব্যাপক হারে বেড়ে গেছে। সব বয়সের নারীরা এসবের শিকার হচ্ছেন। ঘরে-বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা কর্মক্ষত্রে নারীরা কোথাও নিরাপদ নয়। এটা বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ও বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সারাদেশের মানুষ আজ আতঙ্কগ্রস্ত। সাধারণ মানুষ এ অবস্থার দ্রুত পরিবর্তন চায়।

Advertisement

অবিলম্বে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তারা। মানববন্ধনে চলমান সমস্যার দ্রুত নিরসনে টিআইবির পক্ষ থেকে ১১ দফা সুপারিশমালা তুলে ধরা হয়।

এমডিআইএইচ/কেএসআর

Advertisement