লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (১৬ মার্চ) বিকেল তিনটায় সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানকালে আল মক্কা হোটেলকে ৫ হাজার টাকা এবং জসীম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনসেন্ট্রাল ইউনিভার্সিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান তিতুমীর শিক্ষার্থীদের অনার্সের সঙ্গে থাকবে এইচএসসি, থাকবেন শিক্ষা ক্যাডারের শিক্ষকওউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, অভিযানকালে রেস্তোরাঁর লাইসেন্স না থাকায় আল মক্কা হোটেলকে জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জসীম স্টোরকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার।
Advertisement
এমডিআইএইচ/কেএসআর