দেশজুড়ে

ইফতার মাহফিলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দর্শন পরিবারের মিলনমেলা

কুমিল্লা নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘দর্শন পরিবার’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১৫ মার্চ) গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল দর্শন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের একটি আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

আলোচনা অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আলভিন আল নাজমুল।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাইমুর হোসেন সজিব। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের প্রধান প্রফেসর সম্পা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক।

Advertisement

দর্শন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল ইসলাম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর লিয়াকত আলী, অধ্যাপক সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপিকা আরিফা খাতুন, সহযোগী অধ্যাপক চাঁদ মিয়া, সহকারী অধ্যাপক খালিদ সাইফুল্লাহ, কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রফেসর সোহরাব হোসেন, নাঙ্গলকোট কলেজের প্রভাষক মো. মাইনউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক বর্তমান পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বিউটি, নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ সিমা, সুমন দাস, সৈয়দ আহমদ টুটুল, আবুল কালাম আজাদ, সৌদি প্রবাসী মেহেদী হাসান, ইবনাত সুমি, প্রবির, ইমরান, সোহেল, শেখ কামাল, মরিয়ম, সালেহ আহামেদ রনি, ইসতিয়াক আহামেদ, রিয়াদ, নিশাদ, পুতুল, রিয়াদ, রায়হান, আলভিন, তৃণা, রিয়ান, মাহফুজা, আইরিন, আবরানসহ আরও অনেকে।

এফএ/জিকেএস