বিনোদন

রাফীর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন সেই কমিশনার একরামুলের স্ত্রী

বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তি পেয়েছে ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে চরকিতে। মুক্তি পর ছবিটি ‍নিয়ে নেট দুনিয়া বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন, টেকনাফের আলোচিত সাবেক কাউন্সিলর মোহাম্মদ একরামুল হককে হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।

Advertisement

সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন সাবেক কাউন্সিলের স্ত্রী আয়েশা বেগম। নির্মাতা রাফির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন সাবেক কাউন্সিলরে স্ত্রী।

আয়েশা বেগম নিজের ফেসবুক পোস্টে প্রথম আলোর নিউজের একটি কার্ড পোস্ট করে লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে। এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনো সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মত করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করিতেছেন।

রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফিকে বলবো, ‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোনো মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

Advertisement

তিনি আরও লিখেছেন, ‘আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলবো তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। প্রথম আলোকে অনুরোধ করছি, অতিশীঘ্রই এই ঘটনাটি ‘একরামুল হকের ঘটনার সাথে কোনো মিল নেই’ এই কথাটি সবার সামনে বলার জন্য।’

এ ছবিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তাছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, গাজী রাকায়েত, সারিকা সাবরিন, হাসনাত রিপন প্রমুখ।

এমআই/এলআইএ/জেআইএম

Advertisement