নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
শনিবার (১৫ মার্চ) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় অস্ত্র-গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুইজনকে আটক করা হয়।
এর আগে সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে সিরাজ মোল্যা ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে ও আজিজার শেখ একই গ্রামের মকবুল শেখের ছেলে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যার লোকজনের ওপর হামলা করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পুলিশসহ অন্তত আটজন আহত হন। দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় মারা যান। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম
Advertisement