খেলাধুলা

আইপিএলে নতুন নিয়ম, এক ম্যাচের জন্যও বদলি খেলোয়াড় নিতে পারবে দল!

আইপিএলের নতুন আসর মাঠে গড়াচ্ছে ২২ মার্চ থেকে। মেগা টুর্নামেন্টের ১৮তম সংস্করণ শুরু হওয়ার আগে, নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Advertisement

এই নিয়মে আখেরে লাভবান হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে অস্থায়ীভাবে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। এমনকি একটি ম্যাচের জন্যও তারা প্লেয়ার নিতে পারবে। তবে এর জন্য বিশেষ কিছু শর্তও থাকবে। ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।

এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড় পরিবর্তন করতে হলে, পরিবর্তিত খেলোয়াড়কে বাকি মৌসুম বা পুরো মৌসুমের জন্য রেখে দিতে হতো। যেমন- কোনও খেলোয়াড় যদি চোট পেয়ে বা অন্য কোনও কারণে মৌসুমের শুরু বা মাঝামাঝি সময়ে ছিটকে যেতো, তখন তার পরিবর্তে নেওয়া খেলোয়াড়কে বাকি মৌসুম রেখে দিতে হতো।

তবে 'ক্রিকবাজ' তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, বিসিসিআই একটি নতুন নিয়ম নিয়ে আসছে। এক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্যই অস্থায়ীভাবে একজন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারে, তবে নিয়মটি শুধুমাত্র উইকেটরক্ষকদের জন্য প্রযোজ্য।

Advertisement

যদি কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের সব উইকেটরক্ষক চোটের কারণে ছিটকে যান, তবে তাদেরকে আইপিএল ২০২৫-এর নিলামে অবিক্রিত একজন উইকেটরক্ষককে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে; যার দাম চোট পেয়ে ছিটকে যাওয়া প্লেয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ফ্র্যাঞ্চাইজিটি মূল খেলোয়াড় ফিট না হয়ে ওঠা পর্যন্ত বিকল্প উইকেটরক্ষককে দলে রাখার সুযোগ পাবে। এবং মূল উইকেটরক্ষক সুস্থ হয়ে ফিরলে, পরিবর্তে দলে নেওয়া কিপারকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই বিকল্প খেলোয়াড়কে শুধুমাত্র ভারতীয়ই হতে হবে।

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিসিসিআই ২০২৫ আইপিএল নিলামে অবিক্রিত থাকা প্লেয়ারদের একটি পুল তৈরি করবে। দলগুলোকে জানানো হয়েছে, যদি তাদের বদলির প্রয়োজন হয়, তবে এই পুল থেকে একজন খেলোয়াড়কে বেছে নিতে হবে।

এটা অবশ্য শুধু উইকেটকিপার নন, সব ধরনের ক্রিকেটারের জন্য প্রযোজ্য। মোদ্দা কথা, আইপিএলের দলগুলিকে আরও সুবিধে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Advertisement

এমএমআর/এএসএম