সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: জীবন করো খাঁটি

 

জাগো রে জাগো মুসলমানসময় বয়ে যায়ফেরেশতাকুল এনাম লয়েডাকিছে তোমায়।

Advertisement

আর রয়ো না ঘুমের ঘোরেও ভাই মুসলমানহৃদয় উজার করে গাওমহান খোদার শান।

ডাকছে মালাইকা তোমায়পড়তে তাহাজ্জুদসেহরি খাও রোজা রাখোসওয়াব লও অযুত।

ঘুমের চেয়ে নামাজ ভালোবলছে মুয়াজ্জিনবাদ ফজরে কুরআন পড়েসাজাও সুখের দিন।

Advertisement

দিবসযামি কাটুক তোমাররহমানের জিকিরেপাহারাদার ফেরেশতা সবেরাখবে তোমায় ঘিরে।

ক্ষুধা-তৃষ্ণার আগুনে পুড়েজীবন করো খাঁটিইফতারির আনন্দে সাজোসজীব পরিপাটি।

করুণাময়ের অসীম দয়ায়ক্ষমা আর নাজাতলভে দুই জাহানেই ভাইগড়ো সুখ-প্রপাত।

এসইউ/জেআইএম

Advertisement