দেশজুড়ে

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কবির আহম্মদ নামে এক যুবককে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

Advertisement

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার পৌরসদরে মিরসরাই কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন স্কুলছাত্রী দু্ই বোন ও তার সহপাঠীরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করতেন অভিযুক্ত কবির আহম্মদ। দিনদিন উত্ত্যক্তের পরিমাণ বাড়তে থাকে। ওই দুই ছাত্রী বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো শনিবার সকালে ছাত্রীরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত যুবক তাদের পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকেন। এসময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।

Advertisement

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।

এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম