দুই দফা দাবি আদায়ে আগামী একমাস গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
Advertisement
শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি।
এর আগে ধর্ষণবিরোধী গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধায় ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি।
শরিফ ওসমান হাদি বলেন, আমরা আমাদের ৫ দফা দাবি থেকে সরে এসে দুই দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্তরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। গণহত্যার দায়ে খুনী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
Advertisement
হাদি বলেন, আজ থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো। আমরা এই দুই দফা দাবিতে লাখ লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল তিনটার সময় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যার বিচার দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি।
আরও পড়ুন
গণমিছিলের বদলে শহীদ মিনারেই সমাবেশ করলো বাম সংগঠনগুলো শাহবাগীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে আইনের হাতে তুলে দেব শহীদ মিনার অভিমুখে যাত্রা: ইনকিলাব মঞ্চকে পথেই আটকে দিলো পুলিশএর আগে ‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলো। গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেবেন বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
১২টার দিকে শহীদ মিনারে সমাবেশ শুরু হলে শাহবাগ থেকে রওয়ানা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ১২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের আটকে দেয়।
Advertisement
সেখান থেকে ফিরে এসে তারা শাহবাগে সমাবেশ করেন।
অন্যদিকে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করে শহীদ মিনারেই সমাবেশ করেন বাম আন্দোলনকারীরা। গণমিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বর প্রদক্ষিণ করে, টিএসসিতে শেষ হওয়ার কথা থাকলেও শহীদ মিনারেই কর্মসূচির ইতি টানা হয়।
কেআর/এমএইচআর/এমএস